৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পাথরঘাটায় তিন কেজি গাঁজাসহ আটক ২

আপডেট: মে ২২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়।

পাথরঘাটার কোস্টগার্ড ক্যাম্পের প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান তাদের সোর্সের মাধ্যমে জানতে পারেন, তালতলা এলাকায় গাঁজা সরবরাহের জন্য একজন পুরুষ ও একজন মহিলা অপেক্ষা করছে।

কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে আল-আমিন (৩৪) এবং সোনিয়া(২২) নামের ২ জনকে আটক করে তাদেরকে তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটককৃত আল-আমিনের বাড়ি পাথরঘাটার পৌরসভার ৫ নং ওয়ার্ডে। তার বাবার নাম খলিলুর রহমান। সোনিয়ার বাড়ি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মীরপুর এলাকায়। সে ঐ এলাকার মৃত মাসুম মিয়ার মেয়ে। তাদেরকে পাথরঘাটা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network