১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
কুড়িগ্রামে কৃষিজমির উপরিভাগের মাটি সংগ্রহ করার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা জেলা পর্যায়ে বাকেরগঞ্জের সঞ্চিতা কর্মকার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত পায়রা সেতু থেকে নদীতে কলেজছাত্রীর ঝাঁপ, সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী, খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা গৌরনদীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা কুড়িগ্রামে স্থানীয় ব্যবসায়ীদের সাথে সংবেদনশীলতা সভা ১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

পায়রা সেতু থেকে নদীতে কলেজছাত্রীর ঝাঁপ, সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা

আপডেট: জানুয়ারি ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলে ও লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলার সঙ্গে তার নিজ এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সজিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় মুঠোফোনে সজিবের সঙ্গে তানজিলার তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি পায়রা সেতুর ওপর থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসতেই লেবুখালী সেনানিবাসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং স্থানীয় জেলেদের নৌকার সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করেন।উদ্ধারের পর তাকে দ্রুত লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার ইতোমধ্যে দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network