১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় সোয়া ৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। জাটকা ও ইলিশ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন, হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা নৌ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. শাহজাদা সহ অন্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network