১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সুন্দরবনের ঘোলের খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার শিকারের ফাঁদ জব্দ করা হয়।কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই সুন্দরবনের কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন আরও জানান, সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network