৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জীবননগরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট: অক্টোবর ৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মুজাহিদুল ইসলাম মিঠু | ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে মুজাহিদুল ইসলাম মিঠু (২৭) নামে ছাত্রলীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা অক্টোবর ২০২৪) দুপুরে জীবননগর পৌরশহরের শাপলা প্লাজার পাশে এ ঘটনা ঘটে। আহত মুজাহিদুল ইসলাম মিঠু জীবননগর পৌরশহরের পোস্ট অফিসপাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতির পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মিঠুর সাথে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর কয়েক মিনিট পর আরও কয়েকজন এসে তার ওপর হামলা করেন। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর বাম হাতের মাংস পেশীতে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে পূর্বের নারী সংক্রান্ত কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network