৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আপডেট: জুলাই ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড় | ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩১) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। বুধবার (২রা জুলাই ২০২৫) দুপুর ১টার দিকে দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে গরুর ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হন ইব্রাহিম বাবু। পরে তিনিসহ আরও কয়েকজন ঝাঁঝাডাঙ্গা গ্রামের গালার মাঠের সীমান্ত পিলার ৭৯ এর কাছে গেলে ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম বাবু ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।

তবে বিশ্বস্ত এক সূত্রে জানা যায়, ইব্রাহিম বাবু চোরাচালান কাজের সাথে জড়িত ছিলেন। বুধবার দুপুরে তিনিসহ আরও কয়েকজন সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইব্রাহিম বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকর্মীদের জানান, বুধবার দুপুরে একদল স্বর্ণ চোরাকারবারি চুয়াডাঙ্গা সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সে সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়। তাকে ভারতের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network