আপডেট: জুন ৩০, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। সোমবার (৩০শে জুন ২০২৫) দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটক ২ জন পুরুষ হলেন- কক্সবাজারের চকরিয়া থানার লক্ষ্যারচর গ্রামের ভাগ্যধর দাসের ছেলে রবিন দাস (২৬) এবং একই থানার বিবিরখেল জেলেপাড়া গ্রামের জয় দাসের ছেলে শুভ কান্তি দাস (৪৪)।
সোমবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির সুবেদার শরাফত আলীর নেতৃত্বে একদল বিজিবি সোমবার দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আছের আলীর মেহগনি বাগানের ভেতর অভিযান পরিচালনা করে।
এসময় অবৈধভাবে ভারতে গমনকালে ৭ জন বাংলাদেশী নাগরকিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।