১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ২৯ পরীক্ষার্থী অনুপস্থিত

আপডেট: জুন ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন (২৬ জুন) বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৮৩ শতাংশ।একই পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও মোবাইল ফোন সঙ্গে পাওয়ায় ছয় শিক্ষককে কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।

বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী আরও বলেন, বরিশাল বিভাগের ছয় জেলার ১৪৪টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৭ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর। তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫৬ হাজার ৩২৯ জন। ফলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯ জন।

তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রামণের বিষয়টি মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে ১৮টি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network