১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চরফ্যাশনে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীর ওপর হামলা

আপডেট: জুন ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে পাওনা এক হাজার টাকা দিতে দেরি হওয়ায় রবিউল ইসলাম সুজন (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় ইট ও কাঠ দিয়ে আঘাত করেছেন রেদওয়ান আহমেদ নামের এক ছুটিতে থাকা সেনা সদস্য।বুধবার রাতে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ এলাকার তালুকদার বাজারের কাছে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সুজনকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। আহত সুজন স্থানীয় সামাজিক সংগঠন ‘রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি)’-এর একজন সদস্য এবং ‘ইকরা বেকারী’র স্বত্বাধিকারী।

সুজনের ভাই সাব্বির চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সেনা সদস্য রেদওয়ান আহমেদ ছুটিতে বাড়িতে এসে পাওনা টাকা চাইতে গেলে টাকা পরিশোধে দেরির কথা বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেদওয়ান সুজনকে ইট ও কাঠ দিয়ে মাথায় আঘাত করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইকরা বেকারীর ম্যানেজার নুরে আলম বলেন, “বুধবার সন্ধ্যায় রেদওয়ান এসে তার পাওনা টাকা দাবি করেন। সুজন পরে দিবেন বললে কথা কাটাকাটির একপর্যায়ে রেদওয়ান প্রথমে ইট দিয়ে এবং পরে কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সুজন মাটিতে লুটিয়ে পড়েন।”

সুজনের বোন সায়মা বলেন, “রেদওয়ান বয়সে আমার ভাইয়ের ছোট, সামান্য কথা কাটাকাটির জন্য সে ভাইয়ের মাথায় ইট দিয়ে আঘাত করেছে। মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে।”অভিযুক্ত রেদওয়ান আহমেদ বলেন, “পারিবারিক পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সময় সুজন আমার দিকে তালা ছুড়লে আমি আহত হই। পরে আমার হাতে থাকা ইটের আঘাতে তার মাথায় লাগে। এটি পারিবারিক বিষয়, মিটিয়ে ফেলবো। নিউজ করার দরকার নেই।”

তবে নিজেকে আহত দাবি করে হাসপাতালে ভর্তি হলেও রেদওয়ানকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় ও সামনের সড়কে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে।এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network