আপডেট: জুন ২৯, ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার বেলা ১১টার দিকে হোটেল রুমে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত সাজিদুল ইসলাম (১৭) নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি ঢাকার ডেমরা এলাকার একটি খাবার হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, নিহত সাজিদুল গত শুক্রবার সকালে হাবিব নামে এক বন্ধুকে নিয়ে কুয়াকাটা বেড়াতে গিয়ে স্কাইভিউ নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে ওই দিন কুয়াকাটার বিভিন্ন স্থান ঘোরাঘুরি করেন। পরে গতকাল শনিবার দুপুরে সমুদ্রে গোসল করেন তারা দুইজন। রাতে হাবিবের অগোচরে হোটেল রুমে বসে একাই মদ্যপান করেন সাজিদুল।
অতিরিক্ত মদ্যপানের কারণে রাত থেকেই পেটে ব্যাথা অনুভব করেন সাজিদুল। ফলে আজ রবিবার সকালে তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যেতে বললেও সাজিদুল সুস্থ হয়ে যাবেন ভেবে হোটেল রুমে চলে যান।
সাজিদুলের বন্ধু হাবিব জানান, গতকাল শনিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে সাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাজিদুলকে মৃত্যু ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, ‘আজ সকালে মদ্যপানে গুরুত্বর অসুস্থ অবস্থায় সাজিদুল ইসলাম নামে এক পর্যটক হাসপাতালে আসেন। প্রথমবার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বললেও তারা যাননি। দ্বিতীয়বার সাজিদুলকে হাসপাতালে নিয়ে গেলে কিচুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’