২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

তুর্কি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট: আগস্ট ২৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: তুরস্ক সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত দু‘দিন (২৩ ও ২৪ আগস্ট) তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভসেভের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসার গুলের সাথে সাক্ষাৎ করেছেন। উভয়ের সাথে সাক্ষাতে তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

আলোচনায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ, প্রশিক্ষণ বিনিময় ইত্যাদি বিষয়সমূহ প্রাধান্য পায়। তুর্কি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতের পাশাপাশি তুর্কি আনম্যানড্ এরিয়াল সিস্টেম (ইউএএস) এর অপারেশন কন্ট্রোল রুম, আর্মি এভিয়েশন সদর দপ্তর এবং তুর্কি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এর পাশাপাশি আঙ্কারায় অবস্থিত মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধিস্থল এবং জাদুঘর পরিদর্শন করে সেখানে কামাল আতাতুর্কের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network