২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বেতাগীতে রাস্তা বন্ধ করে সবজি চাষ করছেন ইউপি সদস্য!

আপডেট: মে ২৫, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিবিচিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবর রহমান খন্দকারের বিরুদ্ধে ওয়াপদার দুই কিলোমিটার রাস্তা বন্ধ করে সবজি চাষের অভিযোগ পাওয়া গিয়েছে। ইউপি সদস্য মজিবর খন্দকার অত্যন্ত প্রভাবশালী হওয়ায় দেশান্তরকাঠী গ্রামের কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেশান্তরকাঠী গ্রাম। এই গ্রামটি বরগুনা জেলার সর্ব উত্তরে বাকেরগঞ্জের দক্ষিণে হওয়ায় খালের পাশেই ওয়াপদার উঁচু মাটির রাস্তা দিয়ে দুই উপজেলার মানুষের চলাচলের জন্য রাস্তা করা হয়েছে।প্রভাবশালী মজিবর খন্দকার রাস্তার দুপাশে কাঠের গেট নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলের বাধা সৃষ্টি করে সবজির বাগান করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুপাশ বন্ধ করে ইউপি সদস্য মজিবর কলা, পেপে, পুঁইশাক, লালশাকের চাষাবাদ করেছেন।

এলাকার একাধিক ব্যক্তি বলেন, শাক-সবজি চাষ করা ভালো, কিন্তু মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তো শাক-সবজি চাষ করা ঠিক হলো না। প্যানেল চেয়ারম্যান মজিবর রাস্তা বন্ধ না করে রাস্তার দুধারে সবজি বাগান করতে পারতেন।এ বিষয় ইউপি সদস্য মজিবর খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই রাস্তা দিয়ে তেমন কোনো লোকজন চলাচল করে না, তাই আমিসহ অনেকেই চাষাবাদ করছি। আর এটা আমি ইউএনওর কাছ থেকে লিজ নিয়েছি।’

সরকারি ওয়াপদার রাস্তা লিজ নেওয়া যায় কিনা জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মজিবর বলেন, ‘আমি তো টাকা দিয়ে এটা নিয়েছি। আপনাদের কিছু বলার থাকলে ইউএনওর কাছে গিয়ে বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ‘এটা ইউপি সদস্য করেছে। আমি এ বিষয়ে কিছু জানি না। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network