১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

উথলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন গাছের শতাধিক চারা রোপণ

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টার সময় বিদ্যালয় চত্বরে ফলজ গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক বিভিন্ন ফুলের শতাধিক চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক মিল্টন, সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন, আরিফুল ইসলাম, মাহাবুব, ভোকেশনাল শাখার শিক্ষক তাজমিলুর রহমান, সবুর জাহাঙ্গীর, শেখ বোরহান উদ্দিন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন।

উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণির দুই শিক্ষার্থী শ্রাবণ রহমান সোহান ও নাঈম হোসেন অভিন্ন বাক্যে বলেন, শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ধরনের গাছের শতাধিক চারা রোপণ করা হয়। যারা আমাদের এ কাজে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রসমাজ সবসময় ভালোকাজের পক্ষে নিরলসভাবে কাজ করে যাবে।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়াদ রাসেল, জাবির আল সাদী, ফাহিম সরফরাজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network