আপডেট: আগস্ট ২৩, ২০২৪
রিপোর্ট অলিউল্লাহ:: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই ভারতের একাধিক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের সভাপতি, সমাজচিন্তক ও কবি মোজাম্মেল হোসেন মোহন কে বিভিন্ন ভাবে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিপক্ষে বিপ্লবী কবিতা সহ উত্তেজনা মূলক কথা লেখা ও প্রচার করার জন্য চাপ দেওয়া শুরু করেন।
ঐ সমস্ত ব্যক্তিদের কথা মোজাম্মেল হোসেন মোহন আমলে না নিয়ে প্রত্যাখান করেন এবং বাংলাদেশের অভ্যান্তরিন বিষয়ে কথা না বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেন।
২১ আগস্ট ভারতের পশ্চিম বঙ্গের বুদ্ধিজীবী অগ্নীমান ব্যানার্জি, লেখক তপন কুমার পাল ও কবি ও সাংস্কৃতিক ব্যক্তি তপন গাইন তাদের কথামতো না লিখলে মোজাম্মেল হোসেন মোহনকে হত্যার হুমকি দেন।
মোজাম্মেল হোসেন মোহন বাধ্য হয়ে ২৩ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় সার্বিক বিষয় উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৬৯) করেন।