১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে স্থাপন করা হচ্ছে করোনা টেস্টের ল্যাব: আবুল হাসানাত আবদুল্লাহ

আপডেট: মার্চ ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ : দক্ষিণবঙ্গ তথা বৃহত্তর বরিশালে করোনা ভাইরাস শনাক্তে কোন ল্যাব নেই।এ কারণে অনুমান নির্ভর চিকিৎসায় মানুষের হয়রানির যেন শেষ নেই। শেবাচিমের করোনা ওয়ার্ডে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন । কেউ মারা গেছেন কেউ সুস্থ হয়েছেন এবং কেউ এখনো চিকিৎসাধীন আছেন। তবে কেউই নিশ্চিত নন যে তার করোনা সংক্রমণ হয়েছে কিনা।

সম্প্রতি বরিশালে ল্যাব স্থাপনের জোর দাবী ওঠে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান একটি চিঠিও লিখেছেন মন্ত্রণালয়কে। দাবি উঠেছে সর্ব মহল থেকে।

অবশেষে এগিয়ে এসেছেন দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এম.পি) । তিনি জানিয়েছেন, তিনি  স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে বরিশালে করোনাভাইরাস পরীক্ষার পরীক্ষাগার স্থাপন করা হবে। এ খবরটি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পরিষদ সদস্য ও পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহবায়ক মোনাওয়ারুল ইসলাম অলি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network