২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ইসলামী বক্তা আমির হামজা কারাগার থেকে মুক্ত

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি পার্ট-৪ থেকে ইসলামী বক্তা আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি কারাগার থেকে বের হন৷ তার জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, আমির হামজা ২০২১ সালের ৩১ মে থেকে কাশিমপুর কারাগার বন্দি ছিলেন।

গত ৪ ডিসেম্বর ঢাকার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ কারাগার হতে মুক্তি দেওয়া হয়েছে। মওলানা আমির হামজার বিরুদ্ধে দারুসসালাম ও শেরেবাংলা নগর থানায় মামলা রুজু রয়েছে।উল্লেখ্য ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network