৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

২৪ ঘণ্টায় ১২ যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সারা দেশে বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২টি যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।সবচেয়ে বেশি ঢাকা শহরে ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়।এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন কাজ করে বলেও জানান মো. শাহজাহান শিকদার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network