২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশাল মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল সাড়ে দশটায় নগরীর বগুড়া রোডের কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেন।

১৯৭১ আজকের দিনে বর্বর পাকিস্তানী বাহিনী মুক্তিযোদ্ধাদের ভয়ে বরিশাল থেকে পালিয়ে যায়। এ আগের দিন ৭ ডিসেম্বর বিকেল থেকে নগরীতে কারফিউ জারি করেছিল পাকিস্তানী হানাদার বাহিনী। তবে সীমান্তে ভারতীয় মিত্র বাহিনী আক্রমণ শুরু করলে ৭ ডিসেম্বর সন্ধ্যা থেকেই পাকিস্তানী বাহিনী পরাজয় জেনে বরিশাল থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।

ওই দিনই বরিশাল নগরী মুক্তিযোদ্ধদের নিয়ন্ত্রণে আসে। নৌযানে করে পাকিস্তানী হানাদার বাহিনী পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চাঁদপুরের মোহনা মেঘনায় ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলায় ধ্বংস হয় গানবোট নিহত হয় পাকিস্তানী সেনা ও তাদের দোসর রাজাকাররা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network