২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

স্বামী-স্ত্রী মিলে বিক্রি করতেন হেরোইন

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হেরোইন বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। এর আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার কামতা গোলড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- সাটুরিয়া উপজেলার কামতা গোলড়া এলাকার মো. সোহেল ও তার স্ত্রী মোছা. জেসমিন আক্তার।

মো. হামিমুর রশীদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের নামে আদালতে মাদক মামলা চলমান। তারা জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোলড়া বিবিজান হালিমা রশিদ সুপার মার্কেটের নিচতলা থেকে ৪ গ্রাম হেরোইনসহ মোছা. জেসমিন আক্তারকে ও ১৮ গ্রাম হেরোইনসহ তার স্বামী মো. সোহেলকে বাড়ি থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network