আপডেট: জুন ২৪, ২০২৫
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে বরিশালের বাকেরগঞ্জ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী মোঃ মিজানুর রহমান, মেঃ হানিফ হাওলাদার, মোঃ রিয়াদ হোসেন ডাকুয়া সৈয়দ মাসুদ ,সারমিন আক্তার, সবিতা রায়, ফাতেমা আক্তার, ঝুমুর সেন তহমিনা আক্তার, তানিয়া প্রমূখ। বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করা হচ্ছে। কিন্তু বঞ্চিত করা হচ্ছে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে। এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া এসময় কেন্দ্রীয় কর্মসূচিতে যে ৬ দফা উল্লেখ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।