আপডেট: জানুয়ারি ১৫, ২০২৬
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদ ও ভিডিএস সদস্যবৃন্দ সাথে শেয়ারিং কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুড়িগ্রাম এপি হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম পিএনএস ওয়াশ বিপি’র আয়োজনে ও সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়, এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ভিডিএস সদস্যবৃন্দ।
প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন জানান, পাঁচগাছী, বেলগাছা, হলোখানা, কাঁঠালবাড়ি, মোগলবাসা ইউনিয়ন ও পৌরসভায় মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করবে। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।
ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গুলো হলোঃ স্ল্যাব ল্যাট্রিন স্থাপন (বেড়াসহ)-১৪২ সেট, ওয়াটার পয়েন্ট স্থাপন প্লাটফরমসহ (২০০০ লিটার ওয়াটার ট্যাংক, সাবমারসিবল পাম্প)-১ সেট, টিউবওয়েলের গোড়া মেরামত-৫৪টি, নতুন টিউবওয়েল স্থাপন-১০টি, বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং ষ্টেশন স্থাপন-২টি, বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপন-১০টি।
কর্মশালায় এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রমে সার্বিক বিষয় তুলে ধরেন ও সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় সলিডারিটি, ব্যাক, ফ্রেন্ডশিপ, আফাদসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

