১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

রাঙ্গাবালীতে ভেসে এলো টর্পেডো সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

আপডেট: এপ্রিল ২৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাজীরকান্দা এলাকায় একটি খালে ভাসমান অবস্থায় যুদ্ধে ব্যবহৃত টর্পেডো সদৃশ একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয় তারা।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের নজরে আসে এই বস্তুটি। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বঙ্গোপসাগর থেকে এটি ভেসে আসতে পারে।পুলিশ জানায়, কোস্টগার্ডের সদস্যরা এসে বিষয়টি পর্যবেক্ষণ করলে জানা যাবে এটি ব্যবহৃত নাকি ও অব্যবহৃত কোনো কামান।

প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বলেন, রোববার দুপুরে কাজীরকান্দা এলাকায় একটি ছোট খালে টর্পেডো সদৃশ বস্তুটি দেখতে পাই। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই।

এ বিষয় রাঙ্গাবালী কোস্টগার্ডের কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর আমাদের একটি টিম সেখানে পৌঁছে কাজ শুরু করেছে। আরও একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network