১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কোনাবাড়ীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃষ্টির মধ্যে নেমেও শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় স্লোগান, যা উত্তাল করে তোলে পুরো কোনাবাড়ী এলাকা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ১ নম্বর গেট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কোনাবাড়ী নতুন বাজার, পল্লী বিদ্যুৎ মোড় অতিক্রম করে পুনরায় বিসিক ১ নম্বর গেটের সামনে এসে শেষ হয়। মিছিলে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা ভারতীয় পুরোহিতের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবতার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করা মানেই মানবতাকে অপমান করা। কোনো ধর্মই অন্য ধর্মকে অবমাননা করতে শেখায় না। যারা এ ধরনের উস্কানিমূলক কাজ করে, তারা উগ্র এবং শান্তি বিনষ্টকারী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network