৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

খাগড়াছড়িতে ৩২ বিজিবির উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদরে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম,খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল জিএস কর্নেল মোঃ মাহফুজ উল বারী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ জেলার অন্যান্য সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

প্রীতিভোজ অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের কর্তব্যরত ব্যতীত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিজিবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও পৃথকভাবে প্রীতিভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি পার্বত্য অঞ্চলে বিজিবি ও অন্যান্য বাহিনীর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network