আপডেট: জানুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) সকালে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় গলায় বেল্ট পেঁচানো অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

