৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

সুন্দরবনে অপহরণের মূল হোতা মাসুম মৃধা অস্ত্রসহ গ্রেফতার

আপডেট: জানুয়ারি ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহরণের ঘটনায় মূল হোতা হিসেবে পরিচিত বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩)–কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

বুধবার রাতে সুন্দরবনসংলগ্ন ধানখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।কোস্ট গার্ড জানায়, গ্রেফতারের পর মাসুম মৃধার দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড ফাঁকা গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জিম্মি পর্যটকদের পাঁচটি মোবাইল ফোন ও একটি হাতঘড়িও উদ্ধার করা হয়।কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, গ্রেফতার ডাকাত ও উদ্ধার করা আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের নৌকায় ভ্রমণের সময় মাসুম বাহিনীর সদস্যরা দুই পর্যটক ও রিসোর্টের মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানালে যৌথ অভিযান শুরু হয়। পরে গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিংয়ের মাধ্যমে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে জিম্মি দুই পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।

এ সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), মো. ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) ও মোছা মৃধা (৫৫)–কে সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network