আপডেট: অক্টোবর ৩০, ২০২৪
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
দর্শনার আকন্দবাড়ীয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯শে অক্টোবর ২০২৪) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক আনোয়ারা বেগম আকন্দবাড়ীয়া গ্রামের গাংপাড়ার এনামুল হকের স্ত্রী।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানা যায়, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এনএসআই মঙ্গলবার রাতে দর্শনা থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালিত হয় আকন্দবাড়ীয়া গ্রামের গাংপাড়ার মৃত আহমেদ আলীর ছেলে এনামুল হকের বাড়িতে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এনামুল হক পালিয়ে গেলেও তাঁর স্ত্রী আনোয়ারা বেগমকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। জব্দ করা হয় লাল রংয়ের একটি ১৫০ সিসি অ্যাপাসি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে এনামুল হককে পলাতক দেখিয়ে আটক আনোয়ারা বেগমের বিরুদ্ধে দর্শনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।