১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

অনলাইন জুয়ার এজেন্ট ঝিনাইদহের হাসান গ্রেফতার

আপডেট: জুন ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

অনলাইন জুয়া সাইট ‘বেঙ্গলউইন’-এর বাংলাদেশী এজেন্ট মেহেদী হাসান ওরফে হাসানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১লা জুন ২০২৫) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতার হাসান ঝিনাইদহ সদর থানার চরমুরারীদহ এলাকার জামির হোসেন মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার অনলাইন জুয়াড়িদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় সাইবার ক্রাইমের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘বেঙ্গলউইন’ নামক অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট মেহেদী হাসান ওরফে হাসানকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ১টি স্মার্ট মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মেহেদী হাসান জানায়, বেঙ্গলউইন নামক অ্যাপস ও ওয়েবসাইট ফিলিপাইন দেশ থেকে পরিচালনা করা হয়। উক্ত অ্যাপসের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনলাইন জুয়া পরিচালনা করা হয়। সে উক্ত অনলাইন সাইটে জুয়া খেলে এবং সাইটটির বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করে। তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশ গ্রহন করতে উদ্বুদ্ধ করে এবং উক্ত অনলাইন জুয়াড়িদের ভিতর থেকে সে সাব-এজেন্ট নিয়োগ করে থাকে। প্লাটফর্মটি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে। তার এই সকল কার্যক্রমের জন্য ফিলিপাইন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে লভ্যাংশ প্রদান করে থাকে।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত হাসানসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ একটি মারাত্মক হুমকি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাইবার অপরাধ প্রতিরোধে কঠোরভাবে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জুয়া খেলা প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেল লিংক ব্যবহার করে সাধারণ জনগণকে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে দেশের তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে বিপথগামী হচ্ছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network