আপডেট: জুন ৩, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১টি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৩রা জুন ২০২৫) ভোরে মহেশপুর উপজেলার সামন্তা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির টহল দল নায়েক আব্দুস সাত্তারের নেতৃত্বে মঙ্গলবার ভোরে সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।
এসময় সামন্তা গ্রামের জীবননগরপাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করা দুই ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ১টি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।