১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

আপডেট: জুন ৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

পুলিশ সদস্যদের সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে ‘পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (৩রা জুন ২০২৫) দুপুর ১টার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

এসময় তিনি বলেন, ‘একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা নজরদারি মেডিকেল অফিসার ডা. সাদিয়া হক সূচনা। আলোচকবৃন্দ পুষ্টির গুরুত্ব, খাদ্যাভ্যাসের প্রভাব এবং মানসিক চাপ মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ কর্মশালায় অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা, খাদ্যভ্যাস উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন ও তাৎক্ষণিক সমাধানও পান। এই ধরনের উদ্যোগ চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network