আপডেট: জুন ৪, ২০২৫
যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ৪ আসামি
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে। বুধবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে থেকে তাদের আটক করা হয়।
আটক ৪ জন হলেন- কালা গ্রামের মাঝপাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদের আলী (৫০), একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর সাত্তারের ছেলে মিজান হোসেন (৪৮), দক্ষিণপাড়ার মৃত হজরত আলীর ছেলে হামিদ ইসলাম (৫০) এবং গাংপাড়ার মৃত মোজাম্মেলের ছেলে বাবুল হোসেন (৩০)।
অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ নয়নের নেতৃত্বে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশের সমন্বয়ে যৌথ টিম বুধবার ভোরে জীবননগর উপজেলার কালা গ্রামের সাদের আলীর বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ৪ জনকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩ কেজি গাঁজা, ১টি ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে জব্দকৃত আলামতসহ আটক ৪ জনকে বুধবার সকালে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে আজই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।