১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গ্রামবাসীর হাতে আটক সেই বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

আপডেট: জুন ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে গ্রামবাসীর হাতে আটক বিএসএফ সদস্য গনেশ মুর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।ফেরত দেয়া গনেশ মুর্তি ভারতের মুর্শিদাবাদ জেলার নূরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনষ্টেবল। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় তাকে ফেরত দেয়া হয়।

এর আগে বুধবার সকাল ৭টার দিকে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের জহুরপুর সীমান্তের সাতরশিয়া গ্রামে অবৈধভাবে ঢুকে নজরদারি করছিল। এসময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তিকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসী আটক করে। পরে জহুরপুর বিওপির টহলদল তাকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।এদিকে স্থানীয়রা জানায়, ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে জমিতে কর্মরত দুই কৃষককে গালিগালাজ করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে আটক করে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network