১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত বেড়ে ৫

আপডেট: জুন ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৫ জনে। এছাড়া দুর্ঘটনায় আহত আরো তিনজন ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ বুধবার (৪ জুন) সকালে ভাঙ্গা উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান। তবে হতাহতদের নাম ও পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার চার যাত্রী নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটিতে আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন মারা যান। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজন মারা গেছেন।আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আরো বিস্তারিত পরে জানাতে পারবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network