১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

তালতলীতে জেলের জালে সাড়ে ১০ কেজি কোরাল

আপডেট: জুন ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে সাড়ে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।বুধবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে রুবেল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।

রুবেল মিয়া জানান, গত রাতে আন্ধারমানিক নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন তিনি। আজ ভাটার সময় তুলতে গিয়ে জালে বড় একটি কোরাল দেখতে পান। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন ৯ হাজার ৫০০ টাকায় কিনে নেন।তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘‘সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে বড় মাছ বেড়েছে। এর সুফল হিসেবে বড় একটি কোরাল ধরা পড়েছে।’’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network