আপডেট: জুন ৫, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। বৃহস্পতিবার (৫ই জুন ২০২৫) বেলা ১১টার সময় তাঁরা এ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে হাটের ইজারাদার, ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পাশাপাশি হাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
এসময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে গরু-ছাগলসহ বিভিন্ন কোরবানির পশুর ক্রয়-বিক্রয় চলমান থাকা অবস্থায় হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি, মূল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের সেবা নিশ্চিতকরণে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।