১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

জীবননগর সীমান্ত থেকে কোকেনসহ অন্যান্য মাদক উদ্ধার

আপডেট: জুন ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একাধিক সফল অভিযান চালিয়ে ভারতীয় কোকেন, ফেন্সিডিল, মদ, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ (ওষুধ) উদ্ধার করেছে বিজিবি। এছাড়া উদ্ধার করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৬ই জুন ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১ কেজি ৪৩০ গ্রাম ভারতীয় কোকেন, ১৭৭ বোতল ফেন্সিডিল, ১২৭ বোতল মদ, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল সিরাপ (ওষুধ) এবং ৩৯২ পিস যৌন উত্তেজক ট্যাবলেট। এছাড়া উদ্ধার করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network