১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বিজিএমইএর সভাপতিকে জীবননগর সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আপডেট: জুন ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হওয়ায় জীবননগর সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৯ই জুন ২০২৫) দুপুরে বাবু খানের আন্দুলবাড়ীয়াস্থ বাসায় উপস্থিত হয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, দপ্তর সম্পাদক আসিম সাঈদ, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম মামুন, আহাম্মদ সগীর, ডিএম মতিয়ার, সাবেক প্রচার সম্পাদক অর্পণ রকি, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, আজকের পত্রিকার জীবননগর প্রতিনিধি রিপন হোসেন এবং জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক।

উল্লেখ্য, গত ৩১শে মে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম। অর্থাৎ জয়ী ৩৫ জনের ৩১ জনই ফোরামের। এবারের নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতিসন্তান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network