আপডেট: জুন ১০, ২০২৫
আপডেট নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা শাখার উদ্যোগে সোমবার (৯ জুন) সকাল ৮টায় একতা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসোইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিনের ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ছগির বিন সাঈদ. জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আজম খান, জামায়াতে তুরাগ মধ্য থানা নায়েবে আমীর ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী কামরুল হাসান, শ্রমিক কল্যণ ফেডারেশন উত্তর খান থানা সভাপতি ও ঢাকাস্থ কাজিরহাট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবুল হোসেন খান । এছাড়াও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি এ্যাডভোকেট আবদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামায়াতের জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।