১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

২৬ জন বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর করল বিএসএফ

আপডেট: জুন ১১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১১ই জুন ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের মেইন পিলার ৬৪ এর নিকট শুন্য লাইন বরাবর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। বুধবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত মঙ্গলবার (১০ই জুন) রাত ৮টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৩২ বিএসএফ ব্যাটালিয়ন বিজিবির মহেশপুর ব্যাটালিয়নকে (৫৮ বিজিবি) অবগত করে যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশীকে নাগরিককে হরিয়ানা পুলিশ কর্তৃক বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ উক্ত ২৬ জন বাংলাদেশীকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ এবং তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য বিজিবিকে প্রেরণ করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হয়ে বুধবার দুপুর দেড়টার সময় জীবননগর সীমান্তের মেইন পিলার ৬৪ এর নিকট শুন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফের নিকট থেকে গ্রহণ করে।

পরে সাধারণ ডায়েরির মাধ্যমে বিকালে তাদেরকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। ২৬ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network