১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট: জুন ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।রোববার সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন—মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৯)।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি ভূরঘাটা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাহিদ হাসান নিহত হন।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, “উভয় যানবাহনের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। ঘটনার পর বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network