১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ওষুধ ও মাদক উদ্ধার

আপডেট: জুন ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আসামিবিহীন ভারতীয় ওষুধ, ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে বিজিবি। রবিবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি সদস্য সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় জাকাউল্লাহর ইটভাটার সামনে পাকা রাস্তার উপর হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় এক হাজার ৭৯০ পিস (Spanium calcium tablet) ভারতীয় ওষুধ।

এদিকে শনিবার রাত সোয়া ৮টার দিকে মেদিনীপুর বিওপির একদল বিজিবি সদস্য হাবিলদার ইসলাম আলীর নেতৃত্বে করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বটগাছের নিচে ঝোপের মধ্যে হতে আসামিবিহীন তিন হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়া রাত ১০টার দিকে উথলী বিওপির একদল বিজিবি সদস্য হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে সন্তোষপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের পশ্চিমপাড়ার মাঠের মধ্যে হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫৫ বোতল ভারতীয় মদ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network