আপডেট: জুন ১৭, ২০২৫
আটক যুবলীগ নেতা জুবায়ের আলম
দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম (৫০) পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার (১৭ই জুন ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক জুবায়ের ইসলাম তানোর উপজেলার সাদি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলা রয়েছে৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।