আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫
আগ্নেয়াস্ত্রসহ আটক গাজী জাহিদ হাসান
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে আটক করেছে। রবিবার (২৮শে ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয়। আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরশহরের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, রবিবার ভোরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ জীবননগর পৌরশহরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাজী জাহিদকে আটক করে তার চায়না সাইকেল শোরুমের ভেতর থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি স্মাটফোন, ১১টি সিমকার্ড ও ১টি ব্যাটন।
উদ্ধারকৃত আলামতসহ আটক যুবককে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক গাজী জাহিদের বিরুদ্ধে জীবননগর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

