আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৫
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী সদর ইউনিয়নের নাছনা পাড়া গ্রাম, ৩নং ওয়ার্ডের বাবা–হারা শিশু মো: আরাফাতের মানবেতর জীবনযাপনের সংবাদ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। থাকার মতো ন্যূনতম ব্যবস্থা না থাকা এবং প্রচণ্ড শীতে গায়ে দেবার মতো কাপড়ের অভাব—এমন কষ্টের কথা শুনে নীরব থাকতে পারেনি সংগঠনটি।
মানবতার তাগিদে আজ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা শিশুটির পাশে দাঁড়ান। শীতের কাঁপুনি থেকে কিছুটা হলেও সুরক্ষা দিতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লেপ ও প্রয়োজনীয় শীতের পোশাক। আয়োজকদের বিশ্বাস—এই সহায়তা হয়তো সব কষ্ট দূর করবে না, তবে ভালোবাসা ও সহানুভূতির উষ্ণতায় শিশুটির শীত কিছুটা হলেও লাঘব হবে।
এই মহৎ উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা করেন সংগঠনের কর্মসূচি সম্পাদক HM Sojib, আবদুল হান্নান শাহ্, তানজিল (Tanjil Shikdar) সিকদার এবং হেয়ার কেয়ার বিউটি পার্লার (হেয়ার কেয়ার বিউটি সেলুন)। তাঁদের মানবিক সহায়তা আবারও প্রমাণ করে—এখনও মানুষ মানুষের জন্য আছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ এবং সাংবাদিক মাইনুল ইসলাম রাজু, সদস্য আলেয়া জান্নাত।
একটি শিশুর মুখের হাসিই আয়োজকদের সবচেয়ে বড় প্রাপ্তি। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন সবার প্রতি আহ্বান জানায়—আসুন, একসাথে অসহায় মানুষের পাশে দাঁড়াই, মানবতার আলো ছড়িয়ে দিই।

