আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৫
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের আয়োজনে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো “কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত হয় “কবিতায় বিজয় উৎসব–২০২৫”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক শাহীন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, কবিতা ও সংস্কৃতির মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরা সম্ভব। তিনি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের মধ্যে যেন আর কোনো লড়াই বা বিভেদ না থাকে। জাতি, গোত্র ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।
কবি কামরুজ্জামানের উপস্থাপনায় এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি বীর মুক্তিযুদ্ধা আশরাফ মির্জা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কবি ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ, কবি ও সাংবাদিক আ বা ম ছালাউদ্দিন
এসময় পাহাড়ের বহুমাত্রিক সংস্কৃতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
এছাড়া একই স্থানে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি কবিতা, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

