২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আমতলীতে সরকারী পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:: আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামসে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। আটক ৪জনকে আদালতে সোপর্দ করলের জুয়েল নামে ১জনকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠান।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন রয়েছে। ওই ভবন ভেঙ্গে ইট চুরি করে নিয়ে যাচ্ছিল সজিব (২৮), মো. বশির (২৫), মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. জুয়েল মৃধা (৩১) নামে চার জন মিলে ভবন ভেঙ্গে ট্রলি বোঝাই করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে

আমতলী থানার পুলিশ ইট বোঝাই ট্রলিসহ ৪জনকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান শুনানি শেষে মো. জুয়েলকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন এবং অন্যদের জামিনে মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশ আমতলী উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম বলেন এঘটনায় আদালতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এবিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network