২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাকেরগঞ্জে সাংবাদিক খলিলের জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে মরহুম সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমানের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় কলসকাঠী বিএম একাডেমি হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা রেদওয়ান উল্লাহর সঞ্চালনায় জানাজার নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকুন ডাকুয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মরহুমের ছোট ভাই মোঃ মিজানুর রহমান প্রমূখ।

জানাজার নামাজের বক্তব্যে মরহুম সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।উল্লেখ্য সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমান বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network