৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

চরফ্যাশনে তরমুজের উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তি ও উপকরণ বিতরণ

আপডেট: জানুয়ারি ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন,ভোলা: টিস্যু কালচার ল্যাবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চরফ্যাশনে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
চরফ্যাশন কৃষি অফিসের আয়োজনে রবিবার ৩০ জন কৃষককে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি ফলের উৎপাদন বৃদ্ধির জন্য তরমুজ প্রদর্শনী দেওয়া হয়।
প্রদর্শনীর আওতায় প্রত্যেক কৃষককে ভালো জাতের মানসম্মত তরমুজের বীজ, সার, স্প্রে মেশিন, বেড়ার নেট, বালাইনাশক, সাইনবোর্ড, শ্রমিক মজুরির টাকাসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, উপসহকারী কৃষি অফিসারসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে এ প্রকল্পের আওতায় চরফ্যাশনে শতাধিক মিশ্র ও একক ফলের বাগান প্রদর্শনী, উচ্চ মূল্যের সবজি চাষ প্রদর্শনী, বস্তায় আঁদা চাষ প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা কৃষকদের হাতে উপকরণ তুলে দেন এবং প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের জন্য কৃষকদের মাঝে বক্তব্য রাখেন। তিনি বলেন, “টিস্যু কালচার ল্যবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চরফ্যাশনে উচ্চ মূল্যের ফল, সবজিসহ অন্যান্য ফসলের উৎপাদনে কৃষকদের সহায়তা করা হচ্ছে। উচ্চ মূল্যের ফল, সবজিসহ অন্যান্য ফসলের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network