১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ভান্ডারিয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় মদ, ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ের মনি কোঠায় থেকে যাবে  ……এম. জহির উদ্দিন স্বপন জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মাহমুদ হাসান খান বাবু জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আপসহীনতার কারণেই খালেদা জিয়া হয়েছেন মা মাটি ও দেশনেত্রী : সরোয়ার পানছড়িতে সড়ক নির্মাণে অনিয়ম: এলাকাবাসীর ক্ষোভ, তদন্তের আশ্বাস জীবননগর উপজেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি সীমান্তবর্তী শীতার্তদের মাঝে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

ভান্ডারিয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম:: ভান্ডারিয়ায় ব্যাটারি চালিত অটো গাড়ি চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটো গাড়ি (কেটে ফেলা অবস্থায়) ও ব্যাটারি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা সাইফুল আলম শিকদার (৩৮), পিতা- ফারুক শিকদার, মাতা- সাহেরা বেগমের ব্যাটারি চালিত অটো গাড়িটি চুরি হয়। বিষয়টি তিনি গতকাল রাতে ভান্ডারিয়া থানায় অবগত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

অভিযানে প্রথমে অটো চুরির সাথে সরাসরি জড়িত মোঃ রায়হান জোমাদ্দার (২২)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন মহিলা কলেজ এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ব্যাটারিসহ চুরি করা অটো গাড়ি উদ্ধার করা হয়, যা পরবর্তীতে কেটে ফেলা হয়েছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: রায়হান জোমাদ্দার (২২), পিতা- মোঃ সালাম জোমাদ্দার, সাং- বড় কানুয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। (অটো ড্রাইভার ও চোর) সুমন সিকদার (৪৫), পিতা- মৃত সোহরাফ সিকদার, সাং- নিজ ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। নুরুল ইসলাম (৫৫), পিতা- মৃত সুলতান খা, সাং- নিজ ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। বক্কার হোসেন (৩২), পিতা- মোঃ শহিদ জোড়ামানিক, সাং- কল্যাণপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; এ/পি- নিজ ভান্ডারিয়া, ৩নং ওয়ার্ড। (ভাঙারির দোকানদার)
শিপন ইসলাম (৩২), পিতা- মৃত আমজাদ সরদার, সাং- কল্যাণপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; এ/পি- নিজ ভান্ডারিয়া, ৫নং ওয়ার্ড। (ভাঙারির দোকানদার)পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের কে আদালতে প্রেরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network