আপডেট: জানুয়ারি ১১, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ, ফেন্সিডিল ও মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে রবিবার ভোরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২০৫ বোতল ভারতীয় মাদকজাতীয় (উইন সেরেক্স ও ফেয়ারডিল) সিরাপ।
এছাড়া গতকাল শনিবার রাত ৮টার পর একই ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০ বোতল ভারতীয় মদ ও উথলী বিওপির বিজিবি সদস্যদের অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

